“আমি সেই জাতি”
মাসিদুল হাসান (মাসুদ)
…………………………………………………………………………………………….
আমি কলম্বাস কে দেখিনি। মাওসেতুং কে দেখে নি- তাঁদের নাম শুনেছি।
আমি ৭ মার্চ মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে ভাষন শুনছি।
যার শে কন্ঠে ছিল ৭ কোটি মুক্তিকামী বাঙালির সবচাইতে বড় শক্তি তাকে দেখেছি।
আমি বিশ্বের মধ্যে একটি দেশের নাম শুনেছি,
নিজের মায়ের ভাষা রক্ষা করতে রক্ত দিতে দ্বিধা করেনি।
আমি তারামন বিবি কাকন বিবি সেতারা খাতুন মত অসীম সাহসী নারীদের গল্প শুনেছি।
আমি দেখেছি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর মাসের বাংলার পূর্ব আকাশে রক্তিম সূর্য ডাকে।
আমি বিজয় দেখেনি আমি দেখেছি!
বিশ্বের বুকে মাথা উঁচু করে বীরের মতো দাঁড়াতে-
বাঙালি জাতিকে। আমি সেই জাতি।