মানবিক খুলনা’র ৭ দিন ব্যাপী ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন শেষে সনদ প্রদান অনুষ্ঠান রবিবার বিকালে পি ডাব্লিঊ ডি মাধ্যমিক বিদ্যালয়,বয়রা মানবিক খুলনা যুব কল্যান সংস্থার ৭ দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষন শেষে ২৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক খুলানা’র সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমীন খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি থানা কর্মকর্তা বদরুল আলম, সংগঠনের সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন আরজু,আশরাফ আলী হাওলাদার শিপন,হালিম চৌধুরী,আসাদুজ্জামান,মোঃআসিফ মাহমুদ,আলিমা জাহান মিম্মা,প্রশিক্ষক ইতি রায় সহ শিক্ষার্থীবৃন্দ।