আজকে গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত একজন
বাবু খান; গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ার আনুর বাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মোছাঃ মমেনা নামে ১ মহিলা নিহত হয়েছেন।
রংপুর মহিপুর সড়কের আনুর বাজার বাধের পাড় সংলগ্ন স্থানে মমেনা বেগম অটোতে গজঘন্টা মানাস পাড়া আসার সময় অটোর হাতল ছিড়ে মাটিতে পড়ে গেলে এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী সিএনজি এসে চাপা দেয়ে । গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্য মমেনা বেগমের বাসা গজঘন্টা ইউনিয়নের জয়দেব মানাষ পাড়া গ্রামে।