জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছে খুলনা মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১২টায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীতে এ কর্মসূচির উদ্বোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা শিকদার, মেহেদী হাসান মোড়ল, যুবলীগ নেতা তাজদিকুর রহমান সিদ্দিকী জয়, নগর ছাত্রলীগের সহ-সভাপতি জহির আব্বাস, ১৬ং ওয়ার্ড যুবলীগের নেতা আজগর বিশ্বাস, শেখ জিহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মোঃ রাব্বি, মুক্তাজুল ইসলাম সোহাগ, চৌধুরী রোমেল, বাবু, উৎপল ঘোষ, মাজাহার, রাজু, রাহুল, প্রদিপ প্রমুখ।।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে অন্তত ৩টি করে গাছ লাগাই। যাতে আমাদের পরিবেশ ও জীবন দুটোই বাঁচে।
নেতৃবৃন্দরা আরো বলেন, মুজিব শতবার্ষিকী তথা মুজিববর্ষে আমাদের অঙ্গীকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও পরিবেশ দূষণ রোধ করতে আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে।