বিনোদন ডেক্সঃ
প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন এর রচনা ও পরিচালনায় বাংলা মিনি ফিল্ম দাগাঙ্কিত মুক্তি পেল। এই মিনি ফিল্ম প্রসঙ্গে ডিরেক্টর বলেন, আনারি আর্টিষ্টদের নিয়ে কাজ করা খুবই কঠিন বিষয়। তবুও প্রচেষ্টা করেছি মাত্র।
দাগাঙ্কিত মিনি ফিল্মের গল্প নিয়ে তিনি বলেন, এটি একটি ডিফারেন্ট থীমের গল্প। সমাজের উপেক্ষিত মেয়েদের মধ্যে সারল্য অতিক্রম করে; এমন সহজ-সরল সাবলীল মেয়েদের নিয়ে গল্প ততটা লক্ষ্য করা যায়না। তাই এই ফিল্মের মাধ্যমে তার প্রকাশ ঘটাতে চেষ্টা মাত্র।
আশা করি, ইউটিউব কোয়ালিটির এই ফিল্মটি দেখে দর্শক আলাদা এক স্বাদ অনুভব করতে পারবে। এবং এই ফিল্মের মিডিয়া সাপোর্ট “মুক্ত টিউব” এর টীমকে আন্তরিক ধন্যবাদ।
সকল শ্রেণির সুবোধ দর্শকদের “দাগাঙ্কিত” দেখার আমন্ত্রন জানিয়েছেন পরিচালক।
Watched this Film- Youtube Link: https://youtu.be/ht1TuLz2caE
Please follow and like us: