করোনা ভাইরাসের সংক্রমণ রোধে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় জলকামান দিয়ে জীবানুনাশক ছিটাচ্ছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১ টা থেকে এ কর্যক্রম শুরু করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জলকামানের মাধ্যেমে জীবানুনাশক ছিটানো হচ্ছে। কেএমপির উদ্যোগে দৈনিক সকাল-বিকাল দুই বার এ জীবানুনাশক ছিটানো হবে। এতে সড়কের করোনা সংক্রমণের বিস্তার অনেকটা কমবে।’
Please follow and like us: