মুলাদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা শাখার আহ্বায়ক, দক্ষ সংগঠক ও মুলাদী উপজেলার সকলের প্রিয় ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদ্য প্রয়াত মরহুমের নিজ বাড়িতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূইয়া, মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল, মুলাদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাঢ়ি, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ্যাডভোকেট কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন প্রমুখ। এসময় জেলা আ’লীগের নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান এই বীরমুক্তিযোদ্ধার অসামান্য অবদানের কথা ধীরচিত্তে স্মরণ করে বলেন, হাবিবুর রহমান ছিলেন স্বাধীনতার একটি উজ্বল নক্ষত্র। তার এই শূণ্যতা কখনও পূরণ হবার নয়। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে এই দোয়া সকলের কাছে।